স্কাউটদলের অভিযানে দুর্ঘটনা, ১১ জন নিহত

স্কাউটদলের অভিযানে দুর্ঘটনা, ১১ জন নিহত

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে নদীতে এক পরিচ্ছন্নতা অভিযান চালানোর সময় নদীতে পড়ে ১১ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়, এসময় আরও ১০ জনকে উদ্ধার করা হয়। শনিবার (১৬ অক্টোবর) এই ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

স্থানীয় প্রশাসন জানায়, ১৩ থেকে ১৫ বছরের দেড়শ' শিক্ষার্থী নদীর আবর্জনা অপসারণে অংশ নিয়েছিল।

এসময় হঠাৎ ২১ জন শিক্ষার্থী পানিতে পড়ে যায়। এসময় ১১ জন মারা যায় এবং ১০ জনকে উদ্ধার করা হয়। এদের দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীরা সবাই স্কাউট দলের সদস্য বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ছুটে আসে। এছাড়া উদ্ধার কাজে অংশ নেন স্থানীয়রাও। শুক্রবার রাতে (১৫ অক্টোবর) উদ্ধার অভিযান সমাপ্ত বলে ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন:

কোহলিদের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়, চোখ কপালে উঠার মত বেতন?

প্রেমিকের সঙ্গে পূজা দেখতে গিয়ে অচেতন অবস্থা জঙ্গলে পড়েছিল তরুণী

বরিশালের ক্ষুদে বোলিং যাদুকর সাদিদে মুগ্ধ বিশ্ব, স্বপ্ন বড় হয়ে বিশ্বকাপ জয়ের

কুমিল্লায় ট্রেনে পাথর নিক্ষেপ, জানালার কাঁচ ভেঙে শিশুসহ আহত ৩


দেশটিতে নভেম্বর মাসের শেষের দিকে বর্ষাকালে শিশু কিশোরদের নদীতে ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে পরিচ্ছন্নতা অভিযানে যায় শিক্ষার্থীরা।

এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।  

news24bd.tv/ নকিব