কিশোরগঞ্জে আওয়ামী লীগের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে কিশোরগঞ্জ-ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের একাংশ।

আজ বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব-আঞ্চলিক সড়কের পুলেরঘাট এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়।

জানা গেছে, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে বর্তমান আওয়ামী লীগ দলীয় সাংসদ পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ এবং সাবেক এমপি ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের নবনিযুক্ত আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।  

আরও পড়ুন:


গাজীপুরে রাস্তা থেকে তুলে নিয়ে পার্লার কর্মীকে গণধর্ষণ

পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক অপশক্তি পূজায় সহিংসতা সৃষ্টি করেছে: কাদের

ইন্দোনেশিয়ার বালিতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩

ঘোড়ার খামারে বিয়ে করছেন বিল গেটসের মেয়ে


শনিবার বেলা ১০ টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের দরগাহ বাজারের সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের বাড়িতে নব গঠিত উপজেলা আহ্বায়ক কমিটির প্রথম কার্যনির্বাহী সভা শুরু হয়।

 

এদিকে আহবায়ক কমিটি বাতিলের দাবিতে কিশোরগঞ্জ-ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের পুলেরঘাট এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদের সমর্থকরা।

news24bd.tv নাজিম