বড়শিতে মিলল ১০ কোটি বছর আগের মাছ !

বড়শিতে মিলল ১০ কোটি বছর আগের মাছ !

অনলাইন ডেস্ক

বিচিত্র এই বিশ্বে প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে সবকিছুরই।   প্রতিনিয়ত ঘটনাবহুল এই জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের নাড়া দিয়ে যায়। আবার অনেক ঘটনা আমাদের অবাক করে দিয়ে থাকে। এবার এমনই এক ঘটনা ঘটলো  মাছ ধরার বড়শিতে।

বড়শিতে ধরা পড়েছে 
১০ কোটি বছর আগের ‘অ্যালিগেটর গার’ প্রজাতির মাছ।   এই মাছ ধরা পড়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার সাথে সাথে সেটি  নেটিজেনদের নজরে চলে  আসে। এমন খবর দিয়েছে জি নিউজ।

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের নিওশো নদী থেকে মার্কিন মৎস্যশিকারি ড্যানি লি স্মিথ বড়শি দিয়ে মাছটি শিকার করনে।

 

কানসাস নদীতে এ প্রজাতির মাছ আগে কখনেই পাওয়া যায়নি বলেও জানা গেছে।   

অ্যালিগেটর গার প্রজাতির মাছকে ‘জীবন্ত জীবাশ্ম’ বলা হয়। পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে, যেগুলো সুদূর অতীতে জন্ম নিয়ে কোনো পরিবর্তন ছাড়াই এখনো টিকে রয়েছে। কিন্তু এর সমসাময়িক প্রাণীরা ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে। এমন প্রাণীকেই সাধারণত জীবন্ত জীবাশ্ম বলা হয়।  

ইতিমধ্যেই অ্যালিগেটর গারের যেসব ফসিল খুঁজে পাওয়া গিয়েছে, সেগুলো প্রায় ১০ কোটি বছর আগের বলে ধারণা বিজ্ঞানীদের।

আরও পড়ুন:


মিনিস্টারে বিশাল নিয়োগ , যোগ্যতা ৮ম শ্রেণী

বর্ডার গার্ড বাংলাদেশে চাকরি, যোগ্যতা এসএসসি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরির সুযোগ, যোগ্যতা এইচএসসি

পল্লী বিদ্যুৎতে বড় নিয়োগ, যোগ্যতা এসএসসি


এই মাছ ধরার পর থেকেই ড্যানি লি স্মিথ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রকারের এখন ভাইরাল। তাকে ও তার ধরা মাছ নিয়ে চলচে আলোচনা।

news24bd.tv/আলী