ফখরুলের বক্তব্য প্রমাণ করে কুমিল্লার ঘটনায় তাদের ইন্ধন ছিলো: তথ্যমন্ত্রী

ফখরুলের বক্তব্য প্রমাণ করে কুমিল্লার ঘটনায় তাদের ইন্ধন ছিলো: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে দেশের মানুষ হাসে। সরকার নাকি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অপচেষ্টা চালাচ্ছে- তিনি এমন বক্তব্য রেখেছেন। তার এ বক্তব্যে প্রমাণিত হয় কুমিল্লার ঘটনার পেছনে তাদের ইন্ধন ছিল।

তিনি বলেন, সরকার দেশ চালায়, সরকার সবসময় চায় দেশে শান্তি-শৃঙ্খলার স্থিতি থাকুক।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বাংলাদেশের সব মানুষকে বোকা ভেবেছেন? তিনি মনে করেছেন, এ কথা বলে বাংলাদেশের মানুষকে বোকা বানাবেন।

বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনায় বিএনপি জামায়াতসহ ধর্মান্ধ গোষ্ঠী যুক্ত রয়েছে।

তিনি বলেন, কুমিল্লায় ঘটনা ঘটিয়ে সারা দেশে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছে।

এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। এর পেছনে বিএনপি-জামায়াতসহ ধর্মান্ধ গোষ্ঠী যুক্ত। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। শেখ হাসিনার সরকার সেই বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করেছে।

আরও পড়ুন:


গাজীপুরে রাস্তা থেকে তুলে নিয়ে পার্লার কর্মীকে গণধর্ষণ

পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক অপশক্তি পূজায় সহিংসতা সৃষ্টি করেছে: কাদের

ইন্দোনেশিয়ার বালিতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩

ঘোড়ার খামারে বিয়ে করছেন বিল গেটসের মেয়ে


তথ্যমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনায় কারা মিছিল বের করেছে, সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। তারা কোন দলের সমর্থক, তারা কোন মতাদর্শে বিশ্বাস করেন, সেসব বের করে জনসমক্ষে আমরা প্রকাশ করব। যারা বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত ছিল বা আছে, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়েছে কিংবা চালাচ্ছে- সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিমুল গুপ্তের সঞ্চালনায় সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

news24bd.tv নাজিম