আফগানিস্তান সিরিজ: মুস্তাফিজের জায়গায় রাজু

আবুল হাসান রাজু [ফাইল ছবি]

আফগানিস্তান সিরিজ: মুস্তাফিজের জায়গায় রাজু

ক্রীড়া প্রতিবেদক

পায়ের ইনজুরিতে আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান। বৃদ্ধাঙ্গুলির ওপর চিড় ধরা পড়ায় আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছেনা তার।  

কাটার মাস্টারের পরিবর্তে কে বাংলাদেশ স্কোয়াডে যোগ দিচ্ছেন, সেটা নিয়ে নানা মহল থেকে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত দেরাদুনে যাচ্ছেন পেস বোলিং অলরাউন্ডার আবুল হাসান রাজু।

আজ (৩০ মে) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজের পরিবর্তে রাজুর নাম ঘোষণা করে।

এর আগে আইপিএল শেষে দেশে ফিরে একটি অনুশীলন ম্যাচ খেলেন মুস্তাফিজ। কিন্তু দল দেশ ছাড়ার একদিন আগে হঠাৎ করে পায়ে ব্যথা অনুভব করেন তিনি। তখনই ডাক্তারের শরণাপন্ন হন। তারপরেই মূলত জানা যায়, সুস্থ হতে কিছুদিন সময় লাগবে সাতক্ষীরা এক্সপ্রেসের।

ভারতের দেরাদুনে নবী-রশিদ-শাহজাদদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ জুন। পরের দু’টি ম্যাচ হবে ৫ ও ৭ জুন। এর পরেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ পাড়ি জমাবে টাইগাররা।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর