ইতালিতে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সমাপ্ত

ইতালিতে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সমাপ্ত

Other

প্রতিবছরের মতো ইতালির রাজধানী রোমসহ দেশটির বিভিন্ন শহরে  অনুষ্ঠিত হয়েছে সনাতন ও হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গাপূজা। মিলান,বলোনিয়া,ছাড়াও রাজধানী রোমে হয়েছে পাশাপাশি দুটি  পূজা। ওমঁ হিন্দু ইন্টারন্যাশনাল সোস্যাল এন্ড কার্লচারাল এসোসিয়েশন ও হিন্দু পূজা উদযাপন পরিষদ কতৃক আয়োজিত দুর্গাপুজাগুলোতে মহাষষ্ঠীর দিন থেকে বিজয়া দশমীতে সর্বস্তরের দেবী মা দুর্গার ভক্ত ও পূজারীরা অংশ নেন মহা আনন্দে ।

আরও পড়ুন:


মিনিস্টারে বিশাল নিয়োগ , যোগ্যতা ৮ম শ্রেণী

বর্ডার গার্ড বাংলাদেশে চাকরি, যোগ্যতা এসএসসি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরির সুযোগ, যোগ্যতা এইচএসসি

পল্লী বিদ্যুৎতে বড় নিয়োগ, যোগ্যতা এসএসসি

করোনা সংকট কাটিয়ে পূজায় অংশ নিতে পেরে মহাখুশি ভক্তরা।

দেবীকে অঞ্জলি প্রদানের পাশাপাশি একে অপরের সাথে বিনিময় করেছেন শারদীয় শুভেচ্ছার। পূজামণ্ডপগুলোতে মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে নানা ধর্মীয় আচার আচরণ। শান্তিজল গ্রহণ, সন্ধিপূজা, আরতী, নবপত্রিকা, অধিবাস ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজা পরিদর্শন করেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসান।
বিজয়া দশমীতে ছিল উপচে পড়া ভীড়। নেচে গেয়ে মা দূর্গাকে নদীতে বিসর্জণ দেওয়া হয়।  

news24bd.tv/আলী