নোয়াখালীর সোনাইমুড়ী বাজারে হাজীর বিরিয়ানিতে অভিযান চালিয়ে ১০০ কেজি পঁচা মাংস জব্দ করা হয়েছে। এ সময় পঁচা মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি দোকান ও রান্নাঘর সিলগলা করে দেওয়া হয়েছে।
গতকাল রাতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানটি পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন:
‘পবিত্র কোরআন অবমাননার’ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
আমার পিছনে কোন রাজনৈতিক বংশের জোর ছিল না: মোদি
ক্যামেরার সামনেই বিরাট-আনুশকার কথা কাটাকাটি!
সরকারের মদদেই পূজা মণ্ডপে কোরআন অবমাননা: ফখরুল
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান বলেন, সোনাইমুড়ী বাজারের হাজী বিরিয়ানি দীর্ঘ দিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০০ কেজি ক্ষতিকর ও পঁচা মাংস জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
news24bd.tv নাজিম