আত্মহত্যার চেষ্টা করা ছাত্রী বোর্ড পরীক্ষায় প্রথম!

আত্মহত্যার চেষ্টা করা ছাত্রী বোর্ড পরীক্ষায় প্রথম!

অনলাইন ডেস্ক

স্কুলের ফি দিতে না পেরে জন্য দশম শ্রেণির বোর্ডের পরীক্ষার রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছিল স্কুল। কোনভাবেই মাধ্যমিক পরীক্ষা বসতে দেওয়া হচ্ছিল না ভারতের কর্নাটকের দক্ষিণ কন্নড়ের ছাত্রী গ্রীষ্মা নায়ককে। জীবনের প্রথম বোর্ড পরীক্ষা দিতে পারবে না শুনে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় গ্রীষ্মা। ইন্ডিয়া এক্সপ্রেস এই তথ্য জানায়।


আরও পড়ুন:

টাকা না দেওয়ায় নানাকে হত্যা করে ঘরেই পুঁতে রাখে নাতি

আমরা আরও বেশি সতর্ক: ওবায়দুল কাদের

চাকরির কথা বলে তরুণীকে হোটেলে নিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে নূর
সরকারের মদদেই পূজা মণ্ডপে কোরআন অবমাননা: ফখরুল

গ্রীষ্মার বাবা এবং মা  প্রতিজ্ঞা করেছিলেন, তাদের মেয়েকে যে ভাবেই হোক এই পরীক্ষায় বসাবেন। নরসিংহমূর্তি পেশায় কৃষক। অভাবে পড়েই মেয়ের স্কুলের বেতন দিতে পারেননি তিনি। কিন্তু মেয়ের আত্মহত্যার চেষ্টায় উদ্বিগ্ন হয়ে ওঠেন তারা।

  তারা ডেপুটি ডিরেক্টর ফর পাবলিক ইনস্ট্রাকশন (ডিডিপিআই)-এর সঙ্গে যোগাযোগ করেন। পুরো বিষয়টি শুনে তার উদ্যগে বিষয়টি শিক্ষামন্ত্রী সুরেশ কুমারের কাছে পৌঁছায়। ঘটনাচক্রে, রাজ্য জুড়ে আরও এ রকম অভিযোগ আসতে শুরু করে। ফলে সমস্যাটি গুরুত্বের সাথে দেখা হয়।

অবশেষে শিক্ষামন্ত্রী নিজে গ্রীষ্মার বাড়িতে যান। তাকে পরীক্ষায় বসানোর ব্যবস্থা করেন। আর পরীক্ষার ফল প্রকাশিত হলে দেখা যায় সবাইকে অবাক করে দিয়ে বোর্ড পরীক্ষায় শীর্ষ স্থান পেয়েছে গ্রীষ্মা।

news24bd.tv/এমি-জান্নাত