গাড়ি উৎপাদন কমাচ্ছে টয়োটা

গাড়ি উৎপাদন কমাচ্ছে টয়োটা

অনলাইন ডেস্ক

চিপ ঘাটতির কারণে ফের গাড়ি উৎপাদন কমাচ্ছে জাপানি গাড়ি নির্মাতা সংস্থা টয়োটা। আগামী নভেম্বরে লক্ষমাত্রার তুলনায় বিশ্বজুড়ে উৎপাদন ১৫ শতাংশ কমিয়ে আনবে তারা। যদিও পুরো বছরের উৎপাদন লক্ষমাত্রা বজায় রেখেছে সংস্থাটি।

রয়টার্স জানায়, আগামী নভেম্বরে ১০ লাখ ইউনিট গাড়ি উৎপাদনের পরিকল্পনা করেছিল টয়োটা।

তবে সে পরিকল্পনা থেকে দেড় লাখ ইউনিট কম উৎপাদন করা হবে। এর আগেও গেল সেপ্টেম্বর ও চলতি মাসেও গাড়ি উৎপাদন কমিয়েছিলো তারা।


আরও পড়ুন:

ক্যাটরিনাকে বিয়ের প্রসঙ্গে এবার মুখ খুললেন ভিকি

আত্মহত্যার চেষ্টা করা ছাত্রী বোর্ড পরীক্ষায় প্রথম!

টাকা না দেওয়ায় নানাকে হত্যা করে ঘরেই পুঁতে রাখে নাতি

আমরা আরও বেশি সতর্ক: ওবায়দুল কাদের


তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভিয়েতনাম ও মালয়েশিয়ার কারখানায় যন্ত্রাংশ সরবরাহ হ্রাস পেয়েছে। যার ফলে ফের তাদের পরিকল্পনা থেকে গাড়ি উৎপাদন কমিয়ে আনতে হচ্ছে।

সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত উৎপাদন লক্ষমাত্রা মোট ৯ লাখ ১০ হাজার ইউনিট কমিয়ে আনা হয়েছে। ৪৫ হাজার থেকে ৫৫ হাজার ইউনিট উৎপাদন কমবে উত্তর আমেরিকায়।

news24bd.tv/এমি-জান্নাত 

এই রকম আরও টপিক