ভারতের প্রধান কোচ হতে কী যোগ্যতা প্রয়োজন, জানাল বিসিসিআই

ভারতের প্রধান কোচ হতে কী যোগ্যতা প্রয়োজন, জানাল বিসিসিআই

অনলাইন ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতের প্রধান কোচের পদ থেকে সরে যাচ্ছেন রবি শাস্ত্রী। রাহুল দ্রাবিড় যে টিম ইন্ডিয়ার নতুন কোচ হতে যাচ্ছেন এখবরও কয়েকদিন আগে জেনে গেছেন ক্রিকেটবোদ্ধারা। তবুও নিয়ম মেনে নতুন কোচ বাছাইয়ের কাজ শুরু করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। খবর হিন্দুস্তান টাইমসের।

রবিবার (১৭ অক্টোবর) ভারতের ক্রিকেট কোচের পদে প্রার্থী চেয়ে বিজ্ঞাপন দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধু দলের প্রধান কোচ নয়, কোচিংয়ের আরও চারটি পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে বিসিসিআই।  

ভারতের প্রধান কোচ হওয়ার জন্য যে যোগ্যতামান প্রয়োজন তা হল-

১. ৩০টি টেস্ট অথবা ৫০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে থাকতে হবে।
২. অন্তত ২ বছর কোনও টেস্ট খেলুড়ে আইসিসির পূর্ণ সদস্য দেশের হেড কোচ হিসেবে কাজ করলেও আবেদন করা যাবে।


৩. অন্তত ৩ বছর কোনও সহযোগী দেশ/আইপিএল দল/আন্তর্জাতিক পর্যায়ের সমতুল্য কোনও লিগ/কোনও প্রথম শ্রেনীর রাজ্যদল/জাতীয়-এ দলের কোচ হিসেবে কাজ করলেও আবেদন করতে পারবেন।
৪. বিসিসিআইয়ের লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট বা সমতুল্য কোনও কোচিং সার্টিফিকেট থাকলেও আবেদন করা যাবে।
৫. দায়িত্ব নেওয়ার সময় ৬০ বছরের কম বয়স হতে হবে।

আরও পড়ুন:

পাত্র দেখানোর কথা বলে তরুণীকে আটকে রেখে ৩ দিন ধরে লাগাতার ধর্ষণ ঘটকের

চাকরির কথা বলে তরুণীকে হোটেলে নিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে নূর

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের পর্দা উঠছে আজ

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে


প্রধান কোচ হওয়ার আবেদনের জন্য ২৬ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

তবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের জন্য ১০টি টেস্ট বা ২৫টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকলেই চলবে। এক্ষেত্রে আবেদনের সময়সীমা ৩ নভেম্বর বিকেল ৫টা।

news24bd.tv/ নকিব