কপ–২৬ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুও তুলে ধরা হবে: পররাষ্ট্রমন্ত্রী

কপ–২৬ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুও তুলে ধরা হবে: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

৩১ অক্টোবর থেকে আগামী ১২ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডে কপ–২৬ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বাড়ার গতি কমাতে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণের হার নির্ধারণের ক্ষেত্রে এ আলোচনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

আরও পড়ুন:


টাকা না দেওয়ায় নানাকে হত্যা করে ঘরেই পুঁতে রাখে নাতি

আমরা আরও বেশি সতর্ক: ওবায়দুল কাদের

চাকরির কথা বলে তরুণীকে হোটেলে নিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে নূর
সরকারের মদদেই পূজা মণ্ডপে কোরআন অবমাননা: ফখরুল

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের সম্মেলনে ২০০ দেশের কাছে ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে তাদের পরিকল্পনা কী তা জানতে চাওয়া হবে।

এছাড়াও রোহিঙ্গা ইস্যুও তুলে ধরা হবে জানিয়ে তিনি বলেন, কপ–২৬ এর মতো আন্তর্জাতিক সম্মেলনগুলোর মধ্য দিয়ে বিশ্বের পরিবর্তন আনার সুযোগ রয়েছে।

news24bd.tv/তৌহিদ

সম্পর্কিত খবর