ফেসবুকে পোস্ট দেয়ায় ছাত্রলীগ নেতা বহিষ্কার!

ফেসবুকে পোস্ট দেয়ায় ছাত্রলীগ নেতা বহিষ্কার!

অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দেওয়ায় শরীয়তপুরে এক ছাত্রলীগ নেতাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কুমিল্লার ঘটনা নিয়ে তিনি পোস্টটি দেন।

আজ রোববার দুপুরে জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।

বহিষ্কারকৃত ছাত্রলীগ নেতা শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। তার নাম শহীদুল ইসলাম ঢালী।

তিনি জানান, সম্প্রতি কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও বসতবাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে শহীদুল ইসলাম ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দেন। বিষয়টি গত ১৪ অক্টোবর সবার নজরে আসে।

এরপর দলীয় পদ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।


আরও পড়ুন:

ইয়েমেনে বিমান হামলায় ১৬০ হুথি বিদ্রোহী নিহত

গাড়ি উৎপাদন কমাচ্ছে টয়োটা

ক্যাটরিনাকে বিয়ের প্রসঙ্গে এবার মুখ খুললেন ভিকি

আত্মহত্যার চেষ্টা করা ছাত্রী বোর্ড পরীক্ষায় প্রথম!


শহীদুল ইসলাম বলেন, মুসলমান হিসেবে কোরআন অবমাননার প্রতিবাদ করবই। আমি মনে করি, সঠিক কাজটিই করেছি।

news24bd.tv/এমি-জান্নাত