স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

ওমান পর্ব দিয়ে আজ মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরের প্রথম দিনেই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। প্রস্তুতি ম্যাচের ফলাফল স্কটল্যান্ডের বিপক্ষে কোন প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়া।

পাশাপাশি, স্কট্যাল্ডের বিপক্ষে নিজেদের সেরাটাই দিতে চান তিনি।  

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। তাদের হারিয়ে আসরের শুভ সূচনা টাইগাদের মুল লক্ষ্য। ২০১৪ ও ২০১৬ সালের মতো এবারও বাছাই পর্ব খেলে সুপার টুয়েলভে যেতে হবে বাংলাদেশকে।

আসরকে সামনে রেখে প্রস্তুতিটা ভালোভাবে সারতে পারেনি টাইগাররা। দুই প্রস্তুতি ম্যাচেই মিলেছে হারের স্বাদ। তবে, তার নেতিবাচক কোন প্রভাব এই ম্যাচে থাকবেনা। এমটাই জানান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়া।  

আরও পড়ুন


বঙ্গবন্ধু যেতেই গুলি বন্ধ করল বিডিআর

মানুষের সঙ্গে যেভাবে কথা বলতেন বিশ্বনবী

সূরা বাকারা: আয়াত ১২৮-১৩৩, আল্লাহর নির্দেশ ও হয়রত ইব্রাহিম (আ.)

কলকাতা প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’


 

প্রতিপক্ষ হিসেবে স্কটল্যান্ডকে ছোট করে দেখছেননা টাইগার অধিনায়ক। জয় ছিনিয়ে আনতে চান সেরাটা দিয়ে্ই।  

আইপিএলের ফাইনাল শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। পাওয়া যাবে প্রথম ম্যাচ থেকেই।  

প্রথমপর্বে, বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওমান।

news24bd.tv/আলী