হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

অনলাইন ডেস্ক

হবিগঞ্জের মাধবপুরে আলাদা দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুইজন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ দুপুরে ও বিকেলে এ দুর্ঘটনা ঘটে।


 
নিহত চারজন হলেন-চুনারুঘাটের মিরাশী গ্রামের আব্দুল হকের ছেলে মোজাম্মেল হক আরিফ (২৫), কুমিল্লার বালিনাপাড়ার গোপাল রায়ের ছেলে অজয় রায় (২২), বানিয়াচংয়ের নন্দিপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে ইফতেকার আহমেদ (৩৬) ও মাধবপুরের তেলিয়াপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে তারেকুজ্জামান (১৮)।

নিহত আরিফ মিরাশী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী ছিলেন।

মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন 
 
স্থানীয় লোকজন জানান, বিকেল ৩টার দিকে উপজেলা ছাত্রদল নেতা মোজাম্মেল হক আরিফ মোটরসাইকেল নিয়ে জগদীশপুর যাওয়ার পথে ঢাকা-সিলেট পুরাতন সড়কের মাধবপুরের তেলিয়াপাড়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই আরিফ ও অজয় রায় মারা যান।

এ ঘটনায় আহত আরিফের বাবা আব্দুল হকসহ দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়।

আরও পড়ুন:


‘পবিত্র কোরআন অবমাননার’ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আমার পিছনে কোন রাজনৈতিক বংশের জোর ছিল না: মোদি

ক্যামেরার সামনেই বিরাট-আনুশকার কথা কাটাকাটি!

সরকারের মদদেই পূজা মণ্ডপে কোরআন অবমাননা: ফখরুল


এদিকে, বিকেল ৫টার দিকে একই সড়কের গোয়ানগর এলাকায় দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ বাঁধলে ঘটনাস্থলেই ইফতেকার মারা যান। গুরুতর আহত অবস্থায় আহত তারেকুজ্জামানকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা আরও জানান, দুটি লাশ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুটি লাশ তেলিয়াপাড়া ফাঁড়িতে রাখা হয়েছে। তাদের সুরতহাল রিপোর্ট ও প্রয়োজনীয় কাজ শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

news24bd.tv নাজিম