টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮ ওভার এক বলে তিন উইকেটে ৪৮ রান করেছে স্কটল্যান্ড।
বাংলাদেশ দলের পক্ষে প্রথম সাফল্য এনে দেন টাইগার পেসার সাইফউদ্দিন। প্রথম তিন বলে কোনো রান না দেওয়ার পর চতুর্থ বলে স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েটজাকে পরিষ্কার বোল্ড করেন এ ডানহাতি পেসার।
আরও পড়ুন:
‘পবিত্র কোরআন অবমাননার’ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
আমার পিছনে কোন রাজনৈতিক বংশের জোর ছিল না: মোদি
ক্যামেরার সামনেই বিরাট-আনুশকার কথা কাটাকাটি!
সরকারের মদদেই পূজা মণ্ডপে কোরআন অবমাননা: ফখরুল
এরপর জর্জ মুনসি ও ম্যাথু ক্রসের উইকেট নেন মেহেদি হাসান।
এর আগে পাওয়ার প্লে’তে ১ উইকেট হারিয়ে ৩৯ রান তোলে স্কটল্যান্ড। প্রথম তিন ওভারে স্কটিশদের রান ছিল মাত্র ৭। পরের ৩ ওভারেই ৩২ রান তোলে তারা।
news24bd.tv নাজিম