আজ থেকে যুবলীগে দোকানদারি বন্ধ করে দেওয়া হলো :  ডা. মুরাদ

আজ থেকে যুবলীগে দোকানদারি বন্ধ করে দেওয়া হলো : ডা. মুরাদ

অনলাইন ডেস্ক

যুবলীগের সপ্তম কংগ্রেসের চেয়ারম্যান সাহেব (শেখ ফজলে শামস পরশ), আমি আপনার কাছে হাত জোড় করলাম। আপনার নির্বাহী কমিটির সদস্য আমাকে করবেন। পরশ ভাই যেভাবে চালাবে যুবলীগ সেভাবে চলবে। দোকানদারি-ব্যবসা চলবে না।

আজ থেকে দোকানদারি বন্ধ করে দেওয়া হলো বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।  

রবিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন


বঙ্গবন্ধু যেতেই গুলি বন্ধ করল বিডিআর

মানুষের সঙ্গে যেভাবে কথা বলতেন বিশ্বনবী

সূরা বাকারা: আয়াত ১২৮-১৩৩, আল্লাহর নির্দেশ ও হয়রত ইব্রাহিম (আ.)

কলকাতা প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’


 

তিনি বলেন, পরশ ভাই লোক লাগবে, ৫০ হাজার লোক ডা. মুরাদ নিয়ে আসবে। আপনার কাউকে বলতে হবে না আমাকে বলবেন।

আমাকে নির্বাহী কমিটির সদস্য করেন। আমি নানক-আযম সেই কমিটির সদস্য ছিলাম ২০০৩ সালে। এখানে সামনে বসা সব আমার ভাই। সবই মনে আছে। মেধাবীরা নেতৃত্ব দেবে। আর কর্মী থাকবে সবাই। আমিও কর্মী।

এতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

news24bd.tv/আলী