টাইগারদের সহজ টার্গেট দিলো স্কটিশরা

টাইগারদের সহজ টার্গেট দিলো স্কটিশরা

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নয় উইকেট হারিয়ে ১৪০ রান করেছে স্কটল্যান্ড।
অর্থ্যাৎ জয়ের জন্য চাই ১৪১ রান। ক্রিস গ্রিভস দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন মেহেদি হাসান, সাকিব ও মোস্তাফিজ  দুইটি করে আর সাইফউদ্দিন ও তাসকিন নিয়েছেন একটি করে উইকেট।

  

আজকের ম্যাচে বল হাতে দুই উইকেট তুলে নিয়ে সাকিব ১০৮ উইকেটের মালিক বনে যাওয়ার পাশাপাশি হয়ে গেলেন টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীও।

৮৪ ম্যাচ খেলে ১০৭ উইকেট নিয়ে শেষ হয়েছে মালিঙ্গার ক্যারিয়ার। আজ প্রথম উইকেট নেওয়ার সময় লঙ্কান কিংবদন্তিকে ছুঁয়ে ফেলেন সাকিব। পরে স্কটিশ ব্যাটসম্যান মাইকেল লিস্ককে ফিরিয়ে এককভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বনে যান সাকিব আল হাসান।

আরও পড়ুন:


‘পবিত্র কোরআন অবমাননার’ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আমার পিছনে কোন রাজনৈতিক বংশের জোর ছিল না: মোদি

ক্যামেরার সামনেই বিরাট-আনুশকার কথা কাটাকাটি!

সরকারের মদদেই পূজা মণ্ডপে কোরআন অবমাননা: ফখরুল


পাশাপাশি আরও কিছু কীর্তিও গড়লেন সাকিব। তিন সংস্করণ মিলিয়ে সাকিবের উইকেট এখন ৬০০টি। ২৩তম বোলার আর দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে এই অর্জনে নাম লেখালেন সাকিব।

news24bd.tv নাজিম