বহুল আলোচত দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’এর সিজন-৪ আসছে। সিজন ফোর আসার বিষয়টি নিশ্চিত করেছে নির্মাতা কাজল আরেফিন অমি।
তিনি জানালেন, ব্যাচেলর পয়েন্ট সিজন ৪ আসছে এটা নিশ্চিত করলাম। সব কিছু গুছিয়ে খুব দ্রুতই আমরা এর দৃশ্যধারণ শুরু করব।
আরও পড়ুন
বঙ্গবন্ধু যেতেই গুলি বন্ধ করল বিডিআর
মানুষের সঙ্গে যেভাবে কথা বলতেন বিশ্বনবী
সূরা বাকারা: আয়াত ১২৮-১৩৩, আল্লাহর নির্দেশ ও হয়রত ইব্রাহিম (আ.)
কলকাতা প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’
উল্লেখ্য, এটি রচনা ও পরিচালনা করেছেন অমি। এর আগের সিজনগুলোতে বিভিন্ন চরিত্রে অভিনয় দেখা গেছে তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, মারজুক রাসেল, তানজিন তিশা, ফারিয়া শাহরিন, নাদিয়া আফরিন মীম, সাবিলা নূর, এফ এস নাঈম, মুকিত জাকারিয়া, তাসনুভা অ্যালভিন, মনিরা মিঠু, ইরফান সাজ্জাদ, আবদুল্লাহ রানা, মাসুম বাশার, শামীম হাসান সরকার, চাষী আলম, জিয়াউল হক পলাশ, তামিম মৃধা ও শিমুল প্রমুখ।
news24bd.tv/আলী