অবরোধ তুলে নিলো ঢাবি শিক্ষার্থীরা

অবরোধ তুলে নিলো ঢাবি শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা ও অগ্নিকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন। এই অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এরপর দুপুরে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় তারা।


আরও পড়ুন

বঙ্গবন্ধু যেতেই গুলি বন্ধ করল বিডিআর

মানুষের সঙ্গে যেভাবে কথা বলতেন বিশ্বনবী

সূরা বাকারা: আয়াত ১২৮-১৩৩, আল্লাহর নির্দেশ ও হয়রত ইব্রাহিম (আ.)

কলকাতা প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’


ঢাবির টিএসসি এলাকায় প্রথমে জগন্নাথ হলসহ বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা একত্র হয়। সেখান থেকে তারা মিছিল করে শাহবাগ মোড়ে আসে। এই অবরোধের কারণে শাহবাগসহ পল্টন, জিরোপয়েন্ট, মৎস্য ভবন, কাকরাইল, বাংলামোটর, সায়েন্সল্যাব, নিউমার্কেট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়ে জনগণ।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বারডেম হাসপাতালে আসা রোগীদেরও ভোগান্তিতে পড়তে হয়।

news24bd.tv/এমি-জান্নাত