মুখোমুখি আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস, কে এগিয়ে?

মুখোমুখি আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস, কে এগিয়ে?

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের খেলায় দ্বিতীয় দিনের প্রথম খেলায় বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও লড়াইয়ে নামার আগে আইরিশদের চেয়ে মানসিকভাবে এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস। খবর ইএসপিএন-এর।

বিশ্বকাপকে সামনে রেখে আগে থেকেই ওমানে এসে তাবু ফেলেছে দুই দলই।

এমনকি প্রস্তুতি ম্যাচে শ্রীলংকাকে হারিয়েছে দুই দলই।  

টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ দুই দেখাতেই আইরিশদের নাস্তানাবুদ করেছিল ডাচরা। এ ছাড়া সবশেষ দেখাতেও জয়ের হাসি হেসেছিল নেদারল্যান্ডস। দুই দলের মুখোমুখি দেখায় মোট ১২ ম্যাচের মধ্যে আয়ারল্যান্ডের জয় ৪ ও নেদারল্যান্ডসের জয় ৭, আর একটি ম্যাচে কোন ফলাফল দেখা যায় নি।

এক নজরে দেখে নেয়া যাক এই দুই দলের পরিসংখ্যান-

- আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস। ১২টি ম্যাচের ৭টিতেই জিতেছে তারা।

- ৪১.৫৭ গড়ে ২১৯ রান নিয়ে ২০১৯ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক আয়ারল্যান্ডের পল স্টারলিং। ১৬ উইকেট নিয়ে নেদারল্যান্ডসের ব্রেন্ডন গ্লোভার দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি, ১৫ উইকেট নিয়ে ফন মিকেরেন চতুর্থ।

আরও পড়ুন:

মেয়াদ-বেতন দুটোই বাড়ছে টাইগার কোচ রাসেল ডমিঙ্গোর

পরের দুই ম্যাচ জিতলেও মূল পর্ব অনিশ্চিত টাইগারদের

নবীর ভবিষ্যদ্বাণী, বৃষ্টির মতো বিপদ নেমে আসবে

হঠাৎ পায়ের রগে টান পড়লে কী করবেন?


- ২০১৬ বিশ্বকাপের পর থেকে শুধুমাত্র পাকিস্তানের বাবর আজমই স্টারলিংয়ের চেয়ে বেশি রান করেছেন।

- আয়ারল্যান্ড স্কোয়াডের ৮ খেলোয়াড়ের বয়স ২৫ বা তার নিচে। নেদারল্যান্ডসের ক্ষেত্রে সংখ্যাটি ৪।

news24bd.tv/ নকিব