বেঁচে থেকে লাভ কী, চিঠি লিখে তরুণ চিকিৎসকের আত্মহত্যা!

বেঁচে থেকে লাভ কী, চিঠি লিখে তরুণ চিকিৎসকের আত্মহত্যা!

অনলাইন ডেস্ক

রাজধানীতে নিজ বাসা থেকে এক তরুণ চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম জয়দেব চন্দ্র দাস। ২৫ বছর বয়সী জয়দেব চন্দ্র দাস সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি এফসিপিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

তার গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরের দক্ষিণ সালান্দার কুমারীপাড়া গ্রামে।

গত শনিবার রাত ৯টার দিকে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকার নিজ কক্ষের বিছানায় পাওয়া যায় তার মৃতদেহ।

খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ বলেন, জয়দেবের কক্ষে একটি সিরিঞ্জ পাওয়া যায়। সেটি তার বাঁ হাতে লাগানো ছিল।

এর বাইরে একটি লাল কলম, দুটি মোবাইল ফোনসেট ও পাঁচটি কেসিএল ইনজেকশনের খালি প্যাকেট ও একটি চিঠি উদ্ধার হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, ‘আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়। আমার আত্মহত্যা ছাড়া দ্বিতীয় কোনো পথ ছিল না। বেঁচে থেকে লাভ কী।

আরও পড়ুন:


ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা করব: বিচারপতি মানিক

করোনা: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রকে অপহরণ করে বিয়ে করলো তরুণী!

ডিএমপি কমিশনার ও র‍্যাব ডিজি’র পদোন্নতি


 

ওসি বলেন, চিঠিটি তারই লেখা বলে মনে হচ্ছে। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে অন্য কোনো কারণ আছে কি না এর তদন্ত চলছে।

news24bd.tv/আলী