ভোটের আগেই চেয়ারম্যান ১৮ জন!

ভোটের আগেই চেয়ারম্যান ১৮ জন!

অনলাইন ডেস্ক

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৪৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এবার ভোটের আগেই ১৮ জন ইউপি চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হচ্ছেন।

নির্বাচন কমিশনের (ইসি) সূত্র মতে, মূলত এসব ইউপিতে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হচ্ছেন। এখন কেবল অনুষ্ঠানিকতা বাকি।

আরও পড়ুন:


ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা করব: বিচারপতি মানিক

করোনা: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রকে অপহরণ করে বিয়ে করলো তরুণী!

ডিএমপি কমিশনার ও র‍্যাব ডিজি’র পদোন্নতি


 

১৮ ইউপি চেয়ারম্যানের মধ্যে- চট্রগ্রামের মীরসরাই উপজেলায় ৯ জন, সীতাকুন্ড উপজেলায় ৪ জন, ফেনী জেলার ফুলগাজী উপজেলায় ২ জন, শেরপুর সদর উপজেলা একজন, জামালপুর সদরে একজন এবং মাগুরা সদর উপজেলায় একজন রয়েছেন।

news24bd.tv/আলী