সশরীরে ক্লাস শুরুর তারিখ জানালো ইবি

সশরীরে ক্লাস শুরুর তারিখ জানালো ইবি

অনলাইন ডেস্ক

চলতি মাসের ২৫ তারিখ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হচ্ছে সশরীরে ক্লাস।

আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-রেজিস্ট্রার সাহেদ হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০ অক্টোবরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটি ঘোষণায় ওই দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এ কারণে ২০ অক্টোবর ক্লাস শুরুর পরিবর্তে ২৫ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু করা হবে।

 

এর আগে করোনায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর শিক্ষার্থীদের এক ডোজ টিকা নেওয়ার শর্তে ৯ অক্টোবর আবাসিক হল খুলে দেওয়া হয়। এছাড়া ২০ থেকে সশরীরে ক্লাস শুরুর ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন:


ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা করব: বিচারপতি মানিক

করোনা: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রকে অপহরণ করে বিয়ে করলো তরুণী!

ডিএমপি কমিশনার ও র‍্যাব ডিজি’র পদোন্নতি


কিন্তু ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওইদিন সরকারি ছুটি ঘোষণা করায় পুনরায় ২৫ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরুর তারিখ ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক