দ্বিতীয় দিনের মতো সাধু-ফকিরদের গুরুকর্ম চলছে

Other

মরমী সাধক ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবসের অনুষ্ঠান স্থগিত থাকলেও দ্বিতীয় দিনের মতো সাধু-ফকিরদের গুরুকর্ম চলছে। দূর-দূরান্ত থেকে আসা লালন অনুসারীরা কুষ্টিয়ার ছেউড়িয়ায় সাঁইজির মাজারে ভক্তি-শ্রদ্ধা জানাচ্ছেন। চলছে গুরু-শিষ্যের জ্ঞানের আদান প্রদান। আর গানে গানে প্রচার হচ্ছে লালনের জাতপাতহীন-মানবতাবাদী দর্শনের

যদিও করোনার কারণে স্থগিত ফকির লালন সাঁইয়ের ১৩১তম তিরোধান দিবসের অনুষ্ঠান, তারপরও এই চিত্র বলে দেয় সাঁইজির প্রতি কতটা আকর্ষণ তার ভক্তদের।

দ্বিতীয় দিনে উপস্থিতি আরো বেড়েছে, চলছে লালনের মাজারে ভক্তি-শ্রদ্ধা নিবেদন।  

লালন আখড়াবাড়ির ভেতরে-বাইরে একদিকে গানের মাধ্যমে দর্শন ও জ্ঞানের প্রচার, অন্যদিকে চলছে সাধন-ভজন। মিলন হয়েছে সাধু-ফকির, বাউলের।  

আরও পড়ুন:


ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা করব: বিচারপতি মানিক

করোনা: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রকে অপহরণ করে বিয়ে করলো তরুণী!

ডিএমপি কমিশনার ও র‍্যাব ডিজি’র পদোন্নতি


বেশ জমেছে গুরু-শিষ্যের ভাব।

রেওয়াজমতো আগামীকালও চলবে ভক্তি-শ্রদ্ধা নিবেদন।

চৈত্রের দৌল পূর্ণিমার মিলন মেলায় আবার দেখা হবে এই আশায় বিদায় নেবেন সাধু-ফকিররা। আগামীতে করোনার মতো বাঁধা যেন সামনে না থাকে সেজন্য সাঁইজির কৃপা চাচ্ছেন তার অনুসারীরা।

news24bd.tv নাজিম