খালেদার ২ মামলার জামিন আদেশ আজ

খালেদার ২ মামলার জামিন আদেশ আজ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আদেশ আজ।
মমলাগুলো হলো- বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা অবমাননা করা ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের মামলা।

বৃহস্পতিবার (৩১ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেবেন।

এর আগে গত মঙ্গলবার (২৯ মে) এই বেঞ্চে জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়।

এবিষয়ে আদেশের জন্য আজকের বৃহস্পতিবার (৩১ মে) দিন ধার্য করেন আদালত।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষ শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ হোসেন।

ওইদিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত থাকার প্রসঙ্গে আদালত বলেন, চাইলে তিনি বৃহস্পতিবার (৩১ মে) এ বিষয়ে তার বক্তব্য উপস্থাপন করতে পারবেন।

এর আগে সোমবারের কার্যতালিকায় থাকা দুটি মামলা উত্থাপন করা হলে আদালত শুনানির জন্য আজকের দিন ঠিক করেন। এদিন আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা।

গত ২২ মে আদালতের অনুমতি নিয়ে এই দুই মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর