নামিবিয়াকে ৯৬ রানে অলআউট করল শ্রীলংকা

নামিবিয়াকে ৯৬ রানে অলআউট করল শ্রীলংকা

অনলাইন ডেস্ক

নামিবিয়াকে ৯৬ রানে অলআউট করে দিল শ্রীলংকা ক্রিকেট দল। জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করতে দাসুন শানাকার নেতৃত্বাধীন শ্রীলংকার প্রয়োজন ৯৭ রান।

সোমবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় নামিবিয়া।

প্রথমে মহেশ থিকশানার অফ স্পিনে বিভ্রান্ত হয়ে সাজঘরে ফেরেন স্টিফেন।

দলীয় ২৯ রানে আরেক ওপেনার জেন গ্রিনকেও ফেরান থিকশানা।  

আরও পড়ুন:


ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা করব: বিচারপতি মানিক

করোনা: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রকে অপহরণ করে বিয়ে করলো তরুণী!

ডিএমপি কমিশনার ও র‍্যাব ডিজি’র পদোন্নতি


এরপর দলের হাল ধরেন ক্রেইগ উইলিয়ামস ও জেরহার্ড এরাসমাস। তৃতীয় উইকেটে তারা গড়েন ৩৯ রানের ‍জুটি। ১২.২ ওভারে ২ উইকেটে ৬৮ রান করা নামিবিয়া এরপর চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায়।

একে একে সাজঘেরে ফেরেন জেরহার্ড এরাসমাস, ক্রেইগ উইলিয়ামস, ডেভিড উইজ, জান ফ্রাইলিংক, জান নিকোল, রুবেন ট্রাম্পেলমান, পিকি ইয়া ফ্রান্স ও, ইয়ান নিকোল ও বার্নার্ড স্কোল্টজ।

সংক্ষিপ্ত স্কোর

নেদারল্যান্ডস: ১৯.৩ ওভারে ৯৬/১০ (ক্রেইগ উইলিয়ামস ২৯, জেরহার্ড এরাসমাস ২০, জেজে সামিত ১২

news24bd.tv/ কামরুল