বিসিবি সভাপতির কাঠগড়ায় তিন 'সিনিয়র' খেলোয়াড়

ফাইল ছবি

বিসিবি সভাপতির কাঠগড়ায় তিন 'সিনিয়র' খেলোয়াড়

অনলাইন ডেস্ক

স্কটল্যান্ডের বিপক্ষে হারের ক্ষত ভুলতে পারছে না বাংলাদেশ। পরের দুই ম্যাচের কোন একটিতে হোঁচট খেলে যে ক্ষতটা আরও অনেক বড় হবে একথা বলাই বাহুল্য। বাংলাদেশের কোটি ক্রিকেট সমর্থকের মতো এই হার আঘাত করেছে বিসিবি সভাপতি পাপনের হৃদয়েও। বিশ্বকাপের শুরুতেই এমন হার কোনভাবেই মানতে পারছেন না তিনি।

স্কটল্যান্ডের বিপক্ষে হারের জন্য তাই দলের তিন সিনিয়র ক্রিকেটারের ব্যাটিংকেই দায়ী করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। মাত্র ১৪১ রান তাড়ায় এমন হারের জন্য দলের ব্যাটারদেরই দায় দেখছেন তিনি। বিশেষ করে তিন সিনিয়র ক্রিকেটারের।

এই তিন ক্রিকেটার হলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।

তারা যথাক্রমে তিন, চার ও পাঁচে ব্যাট করতে নেমেছিলেন। এই তিন জন মিলে ৮৬ বল খেলে করেন ৮১ রান।

আরও পড়ুন:

মেয়াদ-বেতন দুটোই বাড়ছে টাইগার কোচ রাসেল ডমিঙ্গোর

পরের দুই ম্যাচ জিতলেও মূল পর্ব অনিশ্চিত টাইগারদের

নবীর ভবিষ্যদ্বাণী, বৃষ্টির মতো বিপদ নেমে আসবে

ডেলিভারি বয় থেকে বিশ্বকাপে অঘটনের নায়ক


বিসিবি সভাপতি বলেন, ‘দল হারতেই পারে। কিন্তু অ্যাপ্রোচ তো ঠিক থাকবে। প্রথম ৬ ওভারে সুবিধা থাকে। তখন মারতে গেলে উইকেট পড়া স্বাভাবিক। কিন্তু দুটি উইকেট পড়ার পর সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ যেভাবে ব্যাটিং করেছে, সেখানেই তো ম্যাচ হেরে গেছি আমরা। ওই সময় যেভাবে খেলা দরকার ছিল, ওইটা ওদের মধ্যে ছিল না। ’

কাউকে নির্দিষ্ট পজিশনে ব্যাট করতেই হবে এমন পরিকল্পনা থেকে বের হয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি।

news24bd.tv/ নকিব