আজ ওমানের মুখোমুখি টাইগাররা, কে এগিয়ে?

আজ ওমানের মুখোমুখি টাইগাররা, কে এগিয়ে?

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ সময়ে রাত ৮টায় স্বাগতিক ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। মূলপর্বে খেলতে হলে গ্রুপপর্বের পরবর্তী দুই ম্যাচ ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের কোনও বিকল্প নেই।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু করেছে টাইগাররা। অন্যদিকে প্রথম ম্যাচেই পাপুয়া নিউগিনির বিপক্ষে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে ওমান।

ফলে বাংলাদেশের জন্য ম্যাচটি বাঁচা-মরার। অন্যদিকে বাংলাদেশকে হারাতে পারলে ওমানের সুপার টুয়েলভে খেলা অনেকটাই নিশ্চিত।

আসুন জেনে নেয়া যাক ম্যাচের কিছু খুঁটিনাটি তথ্য-

- র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে ৬ষ্ঠ অবস্থানে। ওমান রয়েছে ১৮তম স্থানে।

- টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের জন্য এটা বাঁচা-মরার ম্যাচ। আসরে টিকে থাকতে হলে ওমানের বিপক্ষে এই জিততেই হবে।  

- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ওমান ১০ উইকেটের ব্যবধানে নাবগত পাপুয়া নিউগিনিকে হারিয়েছে ওমান। অন্যদিকে, উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের কাছে মাত্র ৬ রানের ব্যবধানে লজ্জাজনক পরাজয় ঘটেছে বাংলাদেশের।

আরও পড়ুন:

মেয়াদ-বেতন দুটোই বাড়ছে টাইগার কোচ রাসেল ডমিঙ্গোর

পরের দুই ম্যাচ জিতলেও মূল পর্ব অনিশ্চিত টাইগারদের

নবীর ভবিষ্যদ্বাণী, বৃষ্টির মতো বিপদ নেমে আসবে

ডেলিভারি বয় থেকে বিশ্বকাপে অঘটনের নায়ক


- ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ-ওমান মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে ডাকওয়ার্থ-লুইস মেথডে বাংলাদেশ ৫৪ রানে জয়লাভ করে।

- ওমানের অধিনায়ক জিসান মাকসুদ হতে পারেন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে, বরাবরের মতই ব্যাট হাতে সাকিব-মুশফিক-মাহমুদুল্লাহ বাংলাদেশের অন্যতম ভরসার নাম।

news24bd.tv/ নকিব