গভীর রাতে পরকীয়া প্রেমের জেরে প্রেমিকার বাড়িতে দেখা করতে গিয়ে মনিরুল ইসলাম মনি নামের এক প্রেমিক মারধরের স্বীকার হয়েছে।
ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিলহরিবাড়ী গ্রামে। এ ঘটনায় প্রেমিক মনিরুল ইসলামের বাবা বাবর আলী বাদি হয়ে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার গভীর রাতে প্রেমিক মনিরুল ইসলাম মনি বিলহরিবাড়ী এলাকার এক প্রবাসীর স্ত্রীর সাথে প্রেমের সম্পর্কের জেরে দেখা করতে যায়।
আরও পড়ুন
ছেলে বাড়ি না ফেরা পর্যন্ত পছন্দের যে খাবার খাবেন না গৌরী
খুমেক হাসপাতালের হিসাব রক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ঝিনাইদহে নিখোঁজ ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার
নাটোরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
তবে প্রেমিকার ভাইয়ের দাবি, মনিরুল ইসলাম মনি গভীর রাতে তাদের বাড়িতে এসেছিলেন অনৈতিক উদ্দেশ্য নিয়ে। তার বোনের সাথে তার কোন সম্পর্ক নেই।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মতিন জানান, মামলা রজু করা হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।
news24bd.tv এসএম