নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত

নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত

অনলাইন ডেস্ক

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৩ জন মারা গেছেন। স্থানীয় একটি সাপ্তাহিক বাজারে গেল রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত এ ঘটনা ঘটে।

প্রদেশটির গভর্নরের কার্যালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, রোববার স্থানীয় গরন্য এলাকায় সাপ্তাহিক বাজারে এলোপাথাড়ি গুলি চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। হামলার সময় বাজারে অনেক ক্রেতা-বিক্রেতাদের ভিড় ছিল।

সোমবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল এ হামলা। এতে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়।


আরও পড়ুন:

পিএসসির প্রশ্ন ফাঁস করলে ১০ বছরের জেল: মন্ত্রিপরিষদ সচিব

গাজীপুর সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথি

‘সংখ্যালঘু’ শব্দটি থাকা উচিত না

পায়রা সেতুর উদ্বোধন ২৪ অক্টোবর


হামলার সময় প্রাণ নিয়ে পালানোর চেষ্টার সময়েও অনেকে আহত হন। গেল ১২ বছর ধরে নাইজেরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী বোকো হারাম আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

news24bd.tv/এমি-জান্নাত