কাতারে শুরা কাউন্সিলে ২ নারী নিয়োগ

কাতারে শুরা কাউন্সিলে ২ নারী নিয়োগ

অনলাইন ডেস্ক

কাতারে কেন্দ্রীয় আইনসভা -শুরা কাউন্সিলে ২ জন নারীকে নিয়োগ দিয়েছেন দেশটির আমির। আইনসভায় নিয়োগপ্রাপ্ত নারীরা হলেন-শেখা বিনতে ইউসুফ আল জুফাইরি এবং হামদা বিনতে হাসান আল সুলাইতি।  

আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। উপসাগরীয় দেশ কাতারের শুরা কাউন্সিলে মোট আসন সংখ্যা- ৪৫টি।

গেল ২ অক্টোবর দেশটিতে প্রথমবারের মতো আইনসভার নির্বাচন হয়।


আরও পড়ুন:

বানভাসি রাস্তায় বিয়ে করতে এলেন বর-কনে : ছবি ভাইরাল

দ্বিতীয় ম্যাচ নিয়ে যা বললেন সাকিব

নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত

পিএসসির প্রশ্ন ফাঁস করলে ১০ বছরের জেল: মন্ত্রিপরিষদ সচিব


সেই নির্বাচনে ৩০টি আসনে  প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২০ জন নারী। তবে তাদের কেউই জয়ী হতে পারেননি। তবে দেশটির সংবিধানে ৩০টি আসনে নির্বাচনের নির্দেশনা থাকলেও বাকি ১৫ টি আসনে প্রতিনিধিদের নিয়োগ দেয়ার ক্ষমতা কাতারের আমিরের।

সেই অনুযায়ী, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এই দুই নারী নিয়োগ করেন।

news24bd.tv/এমি-জান্নাত