করোনা: দেশে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু

করোনা: দেশে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

মহামারী করোনা ভাইরাসে গেলো ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। গতকাল এই সংখ্যা ছিলো ১০। এর আগের দিন ছিলো ১৬ জন।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গেলো ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৪৬৯ জনের। গতকাল যা ছিলো ৩৩৯ জন। এর আগের দিন এই সংখ্যা ছিলো ৩১৪ জনে।  

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৫৭ জন।

এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৯ হাজার ৬৮ জন।

আরও পড়ুন:


পিএসসির প্রশ্ন ফাঁস করলে ১০ বছরের জেল: মন্ত্রিপরিষদ সচিব

গাজীপুর সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথি

‘সংখ্যালঘু’ শব্দটি থাকা উচিত না

পায়রা সেতুর উদ্বোধন ২৪ অক্টোবর


গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৫৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৩০৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ২০ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ১৩ লাখ ৫ হাজার ৪২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬২ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।

news24bd.tv নাজিম