জাপান উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

জাপান উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক

জাপান উপকূলে ফের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার দক্ষিণ কোরিয়া ও জাপানের সামরিক বাহিনী এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

সংবাদমাধ্যমটি জানায়, পেনিনসুলার পূর্বে সিনপো থেকে এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এদিকে আলজাজিরা জানায়, বিষয়টি দক্ষিণ কোরীয় ও মার্কিন গোয়েন্দারা বিশ্লেষণ করে দেখছে।

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা।


আরও পড়ুন:

টিকা নিতে অস্বীকার করায় কোচকে বহিষ্কার

কাতারে শুরা কাউন্সিলে ২ নারী নিয়োগ

দ্বিতীয় ম্যাচ নিয়ে যা বললেন সাকিব

নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত


কিম প্রশাসনের এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা আনতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে কোনো কিছুকেই আমলে না নিয়ে ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং।

মঙ্গলবার মার্কিন সেনাবাহিনী এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য উত্তর কোরিয়ার প্রতি নিন্দা জানায় এবং দেশটিকে পরবর্তী কোনো অস্থিতিশীল কাজ থেকে বিরত থাকার আহ্বান জানায়।

news24bd.tv/এমি-জান্নাত