দুই মাসের শিশু রেখে মায়ের আত্মহত্যা

দুই মাসের শিশু রেখে মায়ের আত্মহত্যা

অনলাইন ডেস্ক

নওগাঁর মান্দা থানার মদন চক গ্রামে মাত্র দুই মাসের সন্তান রেখে আত্মহত্যা করেছেন এক মা। রিনা খাতুন (২৪) নামের ওই গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়।

রিনা খাতুন মদন চক গ্রামের মো. ইন্তাজ আলীর মেয়ে ও একই গ্রামের মো. ময়নুর ইসলামের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে পার্শ্ববর্তী মহাদেবপুর থানার একটি প্রাইভেট ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি সন্তান জন্ম দেন রিনা খাতুন।

এরপর থেকেই তিনি বাবার বাড়িতে থাকতেন।

তবে সন্তান জন্মদানের পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন রিনা। নিজের শিশু সন্তানকে কোলে নিতেন না এমনকি বুকের দুধও পান করাতেন না। গতকাল সোমবার সন্ধ্যার দিকে বাড়ির পেছনের একটি গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।


আরও পড়ুন:

টিকা নিতে অস্বীকার করায় কোচকে বহিষ্কার

কাতারে শুরা কাউন্সিলে ২ নারী নিয়োগ

দ্বিতীয় ম্যাচ নিয়ে যা বললেন সাকিব

নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত


ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি শাহিনুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে রাত সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। তদন্ত রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

news24bd.tv/এমি-জান্নাত