এটিএম সেবায় বাড়লো ফি

এটিএম সেবায় বাড়লো ফি

অনলাইন ডেস্ক

এখন থেকে এটিএম (অটোমেটেড টেলার মেশিন) ব্যবহার কারিদের নগদ অর্থ উত্তোলন ও জমা দেয়ার ক্ষেতে বাড়তি ফি গুনতে হবে। তবে অন্যান্য ব্যাংকিং সেবার ক্ষেত্রে আগের ফি অপরিবর্তিত রয়েছে। তবে এই বাড়তি ফি গুনতে হবে শুধু মাত্র এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করলে। নিজ ব্যাংকের এটিএম ব্যবহার করলে এই বাড়িতে ফি তাদের দিতে হবে না।

আজ সকাল থেকেই বাড়তি ফি কার্যকর হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম সেবা গ্রহণের ক্ষেত্রে এই বাড়তি ফি দিতে হবে।

এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন এবং অর্থ জমা দেওয়ার ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ ২০ টাকা ফি নিতে পারবে।

আগে ছিল ১৫ টাকা। ব্যালেন্স জানতে ও মিনি স্টেটমেন্ট বিবরণী নিতে সর্বোচ্চ ৫ টাকা এবং টাকা স্থানান্তর ও ইন্টারনেট ব্যাংকিংয়ে অর্থ আদান প্রদানের জন্য আদায় করা হবে ১০ টাকা।

আরও পড়ুন:


ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা করব: বিচারপতি মানিক

করোনা: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রকে অপহরণ করে বিয়ে করলো তরুণী!

ডিএমপি কমিশনার ও র‍্যাব ডিজি’র পদোন্নতি


 

দেশের ভেতরে পয়েন্ট অব সেল ব্যবহার করে নগদ অর্থ উত্তোলন করলে প্রতি লেনদেনে সর্বোচ্চ ২০ টাকা ফি আদায় করবে ব্যাংক।

news24bd.tv/আলী

এই রকম আরও টপিক