আশা জাগিয়ে আউট সাকিব

আশা জাগিয়ে আউট সাকিব

অনলাইন ডেস্ক

ভুলটা যদি থেকে থাকে, তাহলে সাকিবেরই। রান-আউট হয়ে ফিরলেন তিনি। পয়েন্টের দিকে খেলে সিঙ্গেল নিতে গিয়েছিলেন, তবে শেষের দিকে গিয়ে আশাই ছেড়ে দিলেন তিনি! আকিব ইলিয়াস ভুল করেননি, সরাসরি থ্রো-তে ভেঙেছেন নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্প।

ফিল্ডিংয়ে বাজে একটা দিন কাটানো ওমান অবশেষে পেল সান্ত্বনা।

আর ২৯ বলে ৪২ রানের ইনিংসের শেষটা সাকিবের হলো ‘করুণ’। ভাঙল ৫৩ বলে ৮০ রানের জুটি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৪ রান। ৪৯ রানে ব্যাট করছে নাঈম শেখ।


তাকে সঙ্গ দিতে নেমেছে নুরুল হাসান।

আরও পড়ুন:


ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল নিয়ে জুয়া, ৩ জনের সাজা

চট্টগ্রাম আদালত এলাকায় বোমা হামলা মামলার রায় আজ

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

যুবলীগ নেতার সঙ্গে ভিডিও ফাঁস! মামলা তুলে নিতে নারীকে হুমকি


এর আগে ওমানের মতো দলের বিপক্ষে নেমে ৪ ওভারের খেলা শেষে ২ উইকেট হারিয়ে চাপে টাইগাররা।

৭ বলে ৬ আর ৪ বলে শূন্য রানে ফেরেন লিটন দাস ও মেহেদি হাসান।  

ইনিংসের প্রথম ওভারে ৬ বলে মাত্র এক রান করেন মোহাম্মদ নাঈম। সেই ওভারে দুই ওয়াইড বলের কল্যাণে ৩ রান করে বাংলাদেশ।

দ্বিতীয় ওভারে এক ডাবল আর দুই সিঙ্গেল মিলে ৪ রান নেন লিটন-নাঈম। তৃতীয় ওভারের চতুর্থ বলে ক্যাচ তুলে দিয়ে ফিল্ডারের কল্যাণে লাইফ পান লিটন দাস। কিন্তু নতুন জীবন পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ঠিক পরের বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন এ ওপেনার।

ইনিংসের চতুর্থ ওভারে পরপর দুই বলে ডট খেলেন মেহেদি হাসান। ওভারের তৃতীয় বলে উইকেটের ওপর ক্যাচ তুলে দিয়ে ফেরেন ব্যাটিংয়ে প্রমোশন নেওয়া মেহেদি। তার বিদায়ে ৪.৩ ওভারে ২১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

স্কটল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় ওমানের বিপক্ষে একাদশে সুযোগ পাননি সৌম্য সরকার। ওমানের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে সৌম্যর পরিবর্তে ওপেনিংয়ে খেলছেন মোহাম্মদ নাঈম শেখ।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ দল। ওমানের আল আমিরাতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ওমান। বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে নিজেদের শেষ দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জিততে হবে।

শুধু তাই নয়, প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায় টাইগারদের জন্য সমীকরণ কঠিন হয়ে গেছে। শেষ দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের পাশাপাশি রান রেটেও এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে। তাহলেই বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট নিশ্চিত হবে।  

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ওমান: জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গোউদ, কলিমুল্লাহ, বিলাল খান ও নাসিম খুশি।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর