বাতিল শঙ্কায় বিশ্বকাপের পাক-ভারত ম্যাচ!

বাতিল শঙ্কায় বিশ্বকাপের পাক-ভারত ম্যাচ!

অনলাইন ডেস্ক

শুরু হয়েছে  টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। প্রথম পর্ব শেষে আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভের খেলা। এর একদিন পরই (২৪ অক্টোবর) বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। কিন্তু  দুই  চিরপ্রতিদ্বন্দ্বীর ভারত-পাকিস্তানের এই ম্যাচ নিয়ে দেখা দি্য়েছে আশংখা।

এবার ম্যাচটি নিয়ে নতুন সুর তুললেন ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বরাও।   তাদের মতে, এ ম্যাচের মাধ্যমে বাড়তে পারে অস্থিরতা। এছাড়া দুই দেশের রাজনৈতিক সমস্যাও আরও জটিল আকার ধারণ করতে পারে।

ভারতীয় গণমাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং দাবি তুলেছেন, ভারত-পাকিস্তানের ম্যাচটি যেন পুনর্বিবেচনা করা হয়।

 

তিনি বলেন, ‘পাক-ভারতের ম্যাচটি উচিত নতুন করে বিবেচনা করা। কারণ জম্মু-কাশ্মীরের বিষয় নিয়ে দুই দেশের মধ্যে থমথমে পরিবেশ বিরাজ করছে। ’ এছাড়া দেশটির আরও বেশ কয়েকজন মন্ত্রী ম্যাচটি বাতিলের দাবি তুলেছেন।  

আরও পড়ুন:


ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা করব: বিচারপতি মানিক

করোনা: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রকে অপহরণ করে বিয়ে করলো তরুণী!

ডিএমপি কমিশনার ও র‍্যাব ডিজি’র পদোন্নতি


 

এর আগে ভারতের সঙ্গে ম্যাচটি নিয়ে পাক অধিনায়ক বাবর আজম বলেন, ‘দুই দলের ম্যাচটি নিয়ে সবার উত্তেজনা টের পাচ্ছি। আমরাও ভারতের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামতে মুখিয়ে আছি। আমাদের খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় নিজেদের মেলে ধরতে চায়। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়।

এমন অবস্থায় ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানো নিয়ে জেগেছে শঙ্কা। এখন অপেক্ষা ২৪ অক্টোবরের।

news24bd.tv/আলী