ওমানকে ১৫৪ রানের টার্গেট দিল বাংলাদেশ

ওমানকে ১৫৪ রানের টার্গেট দিল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

৩ বল বাকি থাকতে বিলালের বলে বোল্ড হয়েছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ অধিনায়ক করেছেন ১০ বলে ১৭ রান।

শেষ বলে গিয়ে মোস্তাফিজুর রহমান তুলেছেন ক্যাচ। এর আগে বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ তুলেছে ১৫৩ রান।

লিটনের সঙ্গে ওপেনিংয়ে এসেছিলেন নাঈম। বাংলাদেশ অবশ্য আগের মতোই শুরুতে ধুঁকেছে।

লিটন-মেহেদীর উইকেটের পর সাকিবের সংগে নাঈমের ৫৩ বলের ৮২ রানের জুটি বাংলাদেশকে একটু স্বস্তি দিয়েছে। সাকিবের ২৯ বলে ৪২ রানের ইনিংসের অপমৃত্যু ঘটেছে রান-আউট হয়ে।

তবে সে জুটির সুবিধা আদায় করতে পারেননি নিচের দিকের ব্যাটসম্যানরা।

আফিফ, নুরুল বা নিচের দিকে মুশফিক তেমন কিছু করতে পারেননি।

বাংলাদেশ অবশ্য থামতে পারত আরও আগেই। প্রথম দিকে ওমান করেছে বেশ পিচ্ছিল ফিল্ডিং।

তিনটি সহজ ক্যাচ ছেড়েছে স্বাগতিকরা। তেমন না হলে ওমান বোলারদের দিনটা আরও ভালোই হতো।

শেষ পর্যন্ত ৩টি করে উইকেট নিয়েছেন বিলাল ও ফায়াজ। কলিমউল্লাহ নিয়েছেন ২ উইকেট।

সুপার টুয়েলভে যাওয়ার স্বপ্ন টিকিয়ে রাখতে এ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।

এদিকে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ওমান করেছে ১৩ রান।

সম্পর্কিত খবর