এখন ড্রেস চেঞ্জ করে একটু নিজের মতো করে আসলাম : তথ্য প্রতিমন্ত্রী

এখন ড্রেস চেঞ্জ করে একটু নিজের মতো করে আসলাম : তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

এই যে আজকে তো মুজিব কোট পরে সারাদিন ছিলাম। ঘেমে সেদ্ধ হয়েছি। এখন ড্রেস চেঞ্জ করে একটু নিজের মতো করে আসলাম। অনেকে হয়তো ভাবতে পারেন, কী ব্যাপার-একে তো চেনা যাচ্ছে না।

ইনি কি ডাক্তার মুরাদ হাসান? ইনিই কি প্রতিমন্ত্রী? বলে জানান তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় এফডিসিতে সোহানুর রহমান সোহানের পরিচালনায় নতুন সিনেমা ‘স্বপ্নের রাজকুমার’ এর মহরত অনুষ্ঠানে এভাবেই নিজের পোশাকের ব্যাপারে  ব্যাখ্যা দেন প্রতিমন্ত্রী।    এর আগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মিলনায়তনে এক অনুষ্ঠানে লাল গেঞ্জি বা টি-শার্ট ও লাল ক্যাপ পরে উপস্থিত হন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

news24bd.tv

তিনি বলেন, আমাদেরকে সব বেশেই দেখতে অভ্যস্ত হতে হবে সবাইকে।

আমিও অভ্যস্ত হতে চাই। আপনারাও অভ্যস্ত হোন। না হলে আমি একা অভ্যস্ত হলে, আপনারা যদি মেনে না নেন তাহলে আমার জন্য কষ্ট হবে।

প্রতিমন্ত্রী এসময়ে বলেন, ফিল্মে যারা অভিনয় করেন তারা ওজনের দিকে দয়া করে একটু নজর রাখবেন, আমি সবার প্রতি হাত জোর করে কথাটি বলছি। তাদের আমার মতো ৮৮ কেজি ওজন হওয়া যাবে না।

আরও পড়ুন:


ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা করব: বিচারপতি মানিক

করোনা: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রকে অপহরণ করে বিয়ে করলো তরুণী!

ডিএমপি কমিশনার ও র‍্যাব ডিজি’র পদোন্নতি


 

নায়ক-নায়িকাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, স্ক্যান্ডাল থেকে দূরে থাকতে হবে। অনেকের ধারণা, ফিল্মে যারা কাজ করে বিতর্কে না জড়ালে টিআরপি বাড়ে না। কথাটির সঙ্গে আমি একমত নই। আমরা শাবানা, ববিতাকে দেখেছি।   মায়ের বয়সী তাদের নিয়ে তো বিতর্ক শুনিনি।

news24bd.tv/আলী