রিয়ালের দায়িত্ব ছাড়লেন জিদান

চ্যম্পিয়নস লিগ শিরোপা হাতে হস্যোজ্জ্বল জিদান [ফাইল ছবি]

রিয়ালের দায়িত্ব ছাড়লেন জিদান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফ্রেঞ্চ কিংবদন্তি জিনেদিন জিদান।  

চ্যাম্পিয়নস লিগে স্প্যানিশ জায়ান্টদের হ্যাটট্রিক শিরোপা এনে দেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় ক্লাবের দায়িত্ব ছাড়লেন জিদান।  

আজ (৩১ মে) এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দিয়েছেন।  

‘(শিরোপা জয় ছাড়া) শুধু শুধু পড়ে থাকাটা সহজ ব্যাপার নয়।

আমার মনে হয়েছে, যদি এখানে রয়ে যাই, তাহলে জয়ের ধারা বজায় রাখা দুরূহ হয়ে পড়বে। ’

বার্নাব্যুতে অখুশি কি না- জানতে চাইলে জিজু বলেন, ‘তিনটি বছর ওদের কোচিং করিয়ে আমি মোটেও হাঁপিয়ে উঠিনি। কিন্তু আমার মনে হয়, (দল) পরিবর্তনের এটাই সঠিক মুহূর্ত। ’

news24bd.tv

‘রিয়ালের প্রত্যেক সদস্যের সঙ্গে আমার কথা হয়েছে (সামনা-সামনি নয়, মেসেজে)।

ওরা আমার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে’- যোগ করেন ফ্রেঞ্চ কিংবদন্তি।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ৪৫ বছর বয়সী মহাতারকার জবাব, ‘আপাতত অন্য দলের দায়িত্ব নেয়ার কোনো পরিকল্পনা নেই। ’

সূত্র: ইন্ডিপেনডেন্ট, দ্য গার্ডিয়ান, স্কাই স্পোর্টস

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর