গাজীপুরে কারখানায় আগুন

গাজীপুরে কারখানায় আগুন

অনলাইন ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ এলাকায় আগুনে পুড়ে গেছে একটি কারখানা। কারখানাটির নাম আলোর দিশা হুঁশিয়ারি এন্ড গার্মেন্টস।

কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় গতকাল মঙ্গলবার রাতে আটটার সময় কারখানা ছুটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

পরে রাত ১২টার সময় ওই কারখানার ভেতরে থেকে আগুনের শিখা দেখতে পেয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এলাকাবাসী আগুন নেভাতে ব্যর্থ হলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দেয়।

আরও পড়ুন:


টাকা না দেওয়ায় নানাকে হত্যা করে ঘরেই পুঁতে রাখে নাতি

আমরা আরও বেশি সতর্ক: ওবায়দুল কাদের

চাকরির কথা বলে তরুণীকে হোটেলে নিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে নূর
সরকারের মদদেই পূজা মণ্ডপে কোরআন অবমাননা: ফখরুল

ফায়ার সার্ভিস তিনটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। এসময়ে কারখানার ৭০টি মেশিন, একটি গাড়িসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানা যায়নি বলে জানন লিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর যাউকুজ্জামান।

তিনি বলেন, মঙ্গলবার রাতে পল্লীবিদ্যুৎ এলাকায় আলোর দিশা হুঁশিয়ারি এন্ড গার্মেন্টস নামে কারখানায় আগুনের সূত্রপাত ঘটে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর