মারাত্মক ঝুঁকিতে আফ্রিকার ১০ কোটিরও বেশি দরিদ্র মানুষ

মারাত্মক ঝুঁকিতে আফ্রিকার ১০ কোটিরও বেশি দরিদ্র মানুষ

অনলাইন ডেস্ক

জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে রয়েছে আফ্রিকার ১০ কোটিরও বেশি দরিদ্র মানুষ। আগামী দুই দশকের মধ্যেই মহাদেশটির কয়েকটি হিমবাহ গেলে যেতে পারে বলে জাতিসংঘের প্রকাশিত নতুন প্রতিবেদনে তথ্য পাওয়া গেছে।

সেখানে বলা হয়, ক্রমাগতভাবে উষ্ণতা বৃদ্ধির ফলে আফ্রিকায় অরক্ষিত অবস্থায় রয়েছে ১০ কোটিরও বেশি মানুষ। বৈশ্বিকভাবে ৪ শতাংশেরও কম গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ করে মহাদেশটির ৫৪টি দেশ।

যথাযথ পদক্ষেপ না নিলে ২০৩০ সালের মধ্যে আফ্রিকার হতদরিদ্র মানুষরা খরা, বন্যা এবং প্রচন্ড উষ্ণতার সম্মুখীন হবে।


আরও পড়ুন

কলেজছাত্রকে তুলে নিয়ে বিয়ে করা সেই তরুণী এখন নিজের বাড়ি

লক্ষ্মীপুরে খোঁজ মিলছে না দুই কিশোরীর

আশুগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় দুই চালকল শ্রমিক নিহত

তিস্তার সব গেট খুলে দেওয়ায় বড় বন্যার আশঙ্কা


বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব পেটেরি তালাস বলেন, আফ্রিকাজুড়ে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকার পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তন ২০৫০ সালের মধ্যে আফ্রিকার মোট দেশীয় উৎপাদনকে ৩ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারে বলেও সতর্কবার্তা দেয়া হয়েছে।

news24bd.tv/এমি-জান্নাত