যমুনায় ধরা পড়ল ৩১ কেজির জোড়া বাঘাইড়, কেজি হাজার টাকা

যমুনায় ধরা পড়ল ৩১ কেজির জোড়া বাঘাইড়, কেজি হাজার টাকা

অনলাইন ডেস্ক

বগুড়ার যমুনা নদীতে ধরা পড়েছে জোড়া বাঘাইড় মাছ। দুটির ওজন ৩১ কেজি। বগুড়ার ধুনট উপজেলার মাছ ব্যবসায়ী ইসমাইল হোসেন বেশি দামের আশায় বুধবার সকালে নাটোরের সিংড়া উপজেলা চত্বরে মাছ দুটি বিক্রি করতে আসেন।

সিংড়া উপজেলা চত্ত্বর বাজারে ৩১ কেজি ওজনের দুটি বাঘাইড় মাছ বিক্রির জন্য বাজারে উঠলে এক নজর দেখার জন্য ভিড় করে উৎসুক জনতা।

মাছ ব্যবসায়ী ইসমাইল হোসেন জানান, যমুনা নদীতে মাছ দুটি ধরা পড়ে। পরে আমি ক্রয় করে সিংড়ায় নিয়ে এসেছি। বড় মাছ ২০ কেজি ওজনের এবং ছোট মাছ ১১ কেজি ওজনের। ছোট মাছটি ৮০০ টাকা কেজি দরে ক্রয় করেন শহরবাড়ি গ্রামের আব্দুস সোবাহান নামের এক ব্যক্তি।

অপরদিকে বড় মাছটি এক হাজার টাকা কেজি দরে কয়েকজন মিলে ক্রয় করেন।

মাছ ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, দীর্ঘ প্রায় ৫৫ বছর যাবৎ মাছের ব্যবসা করে আসছি। বাঘাইরসহ বড় বড় মাছ সিংড়ায় নিয়ে আসি। মাছ দুটি বিক্রি হওয়ায় আমি খুব খুশি।

news24bd.tv এসএম

আরও পড়ুন


নাটোরে কলেজ এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক এখন দোকান কর্মচারী

সামাজিক দ্বন্দ্বে শৈলকুপায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর ভেঙ্গে দিল প্রতিপক্ষরা

ভারতের ঢলে বন্যার কবলে তিস্তাপাড়ের মানুষ, আতঙ্কে ঘর ছাড়ছে সবাই

উঠতি নায়িকার সঙ্গে হোয়াটসঅ্যাপে যে আলাপ হতো আরিয়ানের