অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক

ডুবোজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটিতে অত্যাধুনিক নিয়ন্ত্রণ প্রযুক্তি রয়েছে বলে বুধবার নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।

২০১৬ সালে যে ডুবোজাহাজ থেকে পরীক্ষা চালানো হয়েছিল, এবারও সেই একই জলযান ব্যাবহার করা হয়েছে বলে দাবি করছে পিয়ংইয়ং। তবে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন পরীক্ষা পরিদর্শন করেছেন কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

দক্ষিণ কোরিয়া একদিন আগেই জাপান সাগরে উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার তথ্য জানিয়েছিল।


আরও পড়ুন

মারাত্মক ঝুঁকিতে আফ্রিকার ১০ কোটিরও বেশি দরিদ্র মানুষ

কলেজছাত্রকে তুলে নিয়ে বিয়ে করা সেই তরুণী এখন নিজের বাড়ি

লক্ষ্মীপুরে খোঁজ মিলছে না দুই কিশোরীর

আশুগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় দুই চালকল শ্রমিক নিহত


সম্প্রতি বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে কিম প্রশাসন। যার মধ্যে দূরপাল্লার ও হাইপারসনিক ক্রুজ মিসাইল এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আছে বলে দাবি করা হয়েছে।

news24bd.tv/এমি-জান্নাত