ফেসবুক লাইভে স্ত্রীকে কুপিয়ে হত্যা; রায় আগামীকাল

ফেসবুক লাইভে স্ত্রীকে কুপিয়ে হত্যা; রায় আগামীকাল

অনলাইন ডেস্ক

ফেনীতে ফেসবুক লাইভে এসে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার রায় হবে আগামীকাল বৃহস্পতিবার। তাহমিনা আক্তার নামে ওই গৃহবধূকে হত্যার রায় জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা ঘোষণা করবেন।

পারিবারিক কলহের জেরে ফেসবুক লাইফে এসে স্ত্রী তাহমিনা আক্তারকে কুপিয়ে হত্যা করেন স্বামী ওবায়দুল হক টুটুল। ২০২০ সালের ১৫ এপ্রিল ফেনী শহরের বারাহিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তাহমিনার বাবা সাহাব উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।


আরও পড়ুন

স্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য, নেটিজেনদের আচরণে লজ্জিত সিয়াম

অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

মারাত্মক ঝুঁকিতে আফ্রিকার ১০ কোটিরও বেশি দরিদ্র মানুষ

কলেজছাত্রকে তুলে নিয়ে বিয়ে করা সেই তরুণী এখন নিজের বাড়ি


পরিবার সূত্র জানায়, প্রায় পাঁচ বছর আগে ফেনী পৌরসভার বারাহিপুর এলাকার গোলাম মাওলা ভূঁঞার ছেলে ওবায়দুল হক ভূঁঞা টুটুল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আকদিয়া গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে তাহমিনা আক্তারকে বিয়ে করেন। তাদের দেড় বছর বয়সী একটি মেয়ে রয়েছে। স্ত্রীকে হত্যার আগে ফেসবুক লাইভে এসে টুটুল সবার কাছে ক্ষমা চান এবং ঘটনার জন্য নিজেই দায়ী বলে স্বীকার করেন।

তবে পারিবারিক অশান্তির জন্য স্ত্রীকে দায়ী করেন তিনি।

news24bd.tv/এমি-জান্নাত