এবার বন্যায় ও ভূমিধসে  বির্পযস্ত নেপাল

এবার বন্যায় ও ভূমিধসে বির্পযস্ত নেপাল

Other

শুধু ভারতে নয়, বন্যায় ও ভূমিধসে  বির্পযস্ত নেপালও। টানা ভারী বর্ষণে পাহাড়ি এই দেশটিতে কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এখেনো নিখোঁজ প্রায় অর্ধশত মানুষ। এদিকে, ভারতের উত্তরাখণ্ডে গেল কয়েক দিনের ভারী বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।

দেশটির কেরালাতেও বৃষ্টি ও ভূমিধ্বসে বাড়ছে মৃতের সংখ্যা।

নেপালে টানা কয়েক দিনের ভারি বর্ষণে আকস্মিক বন্যায় ও ভূমিধসে বেশ কয়েক জনের প্রাণ গেছে।   নিখোঁজ রয়েছে আরো অনেকে। রয়টার্স জানায়, বন্যায় নদীর পানি বেড়ে তলিয়ে গেছে বহু ঘরবাড়িও রাস্তাঘাট।

বান ভাসিয়ে নিয়ে গেছে একাধিক সেতু। ফলে ভোগান্তি বেড়েছে বানভাসীদের।   দেশটির আবহাওয়া বিভাগ বলছে, এ বৃষ্টিপাত আগামী কয়েক দিন অব্যাহত থাকবে।


আরও পড়ুন

ফেসবুক লাইভে স্ত্রীকে কুপিয়ে হত্যা : রায় আগামীকাল

স্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য, নেটিজেনদের আচরণে লজ্জিত সিয়াম

অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

মারাত্মক ঝুঁকিতে আফ্রিকার ১০ কোটিরও বেশি দরিদ্র মানুষ


ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নাকাল ভারতের উত্তরাখণ্ড। রাজ্যটিতে  মৃতের সংখ্যা বাড়ছেই। এখনো নিখোঁজ  কয়েকজন। দেশটির আবহাওয়া বিভাগ বলেছে, বুধবার থেকে বৃষ্টিপাত কমতে পারে।   এ দুর্যোগে ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। ভূমিধসে মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় বহু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে দুর্যোগ মোকাবেলা সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন উদ্ধার ও ত্রাণ অভিযান পরিচালনা করছে।

অন্যদিকে, টানা বৃষ্টি ও ভূমিধ্বসে দেশটির কেরালায় মৃত্যুর সংখ্যা বাড়ছেই। দীর্ঘ হচ্ছে ক্ষয়ক্ষতির তালিকাও।  

news24bd.tv/এমি-জান্নাত