প্রায়ই ঘটছে দুঘর্টনা

নীলফামারীর ডোমার সড়কের ৬ কিলোমিটার অংশ এখন মরণফাঁদ

Other

নীলফামারীর ডোমার-ডিমলা সড়কের বোড়াগাড়ী বাজার থেকে পাঙ্গা চৌপথী পর্যন্ত ৬কিলোমিটার অংশ এখন মরণফাঁদ। স্থানীয়দের অভিযোগ, সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এ সড়ক খানা খন্দে পরিণত হয়েছে।  

চলাচলের অনুপযোগী এই সড়কে যানবাহন চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুঘর্টনা। এতে চরম দুর্ভোগে পড়েছে এ পথের যাত্রী ও চালকরা।

তবে সড়কটি সম্প্রসারনসহ সংস্কার করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।  

দীর্ঘদিন সংস্কারের অভাবে নীলফামারীর ডোমার-ডিমলা সড়কের বোড়াগাড়ী বাজার থেকে পাঙ্গা চৌপথী পর্যন্ত ৬ কিলোমিটার অংশের বেহাল দশা। সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।   

আরও পড়ুন


ওবায়দুল কাদের কোন নেতা নয়, সে তার স্ত্রীর কথায় চলে: কাদের মির্জা

লক্ষ্মীপুরে খোঁজ মিলছে না দুই কিশোরীর

আশুগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় দুই চালকল শ্রমিক নিহত

তিস্তার সব গেট খুলে দেওয়ায় বড় বন্যার আশঙ্কা


স্থানীয়দের অভিযোগ, এ সড়ক সংস্কারের একাধিকবার কর্তৃপক্ষকে জানানোরর পর কোন উদ্যোগ নেয়নি তারা ।

এ অবস্থায় চলাচলের অনুপযোগী এ সড়কে প্রতিদিনই ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। এতে প্রায়ই ঘটছে দুঘর্টনাও। নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। এতে  চরম দুর্ভোগে পড়েছেন এ পথের চলাচলকারীরা।

অবশ্য সংশ্লিস্টরা বলছেন এ সড়ক সংস্কারে এরই মধ্যে উদ্যোগ নেয়া হয়েছে। জনদুর্ভোগ কমাতে এ সড়ক সংস্কারের দ্রুত সব ধরনের পদক্ষেপ নেবে সরকার এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।

news24bd.tv/ কামরুল