দুর্ভোগে পড়েছে পথচারীরা

জামালপুরে যত্রতত্র অবৈধ সিএনজি স্ট্যান্ড

Other

জামালপুরে যত্রতত্র অবৈধভাবে গড়ে উঠেছে সিএনজি স্ট্যান্ড। শহরের ব্যস্ততম সড়কগুলোর পাশে সিএনজি দাড় করিয়ে যাত্রী উঠানামা করায় দুর্ভোগে পড়েছে পথচারীরা। পৌর মেয়র বলছে, সিএনজি স্ট্যান্ড অন্যত্র স্থানান্তরের জন্য এরই মধ্যে উদ্যোগ নেয়া হয়েছে।

জামালপুর শহরের  সবচেয়ে ব্যস্ততম এলাকা গেইটপাড়, পাঁচ রাস্তার মোড়, ফৌজদারি মোড়, বসাকপাড়া ও ভোকেশনাল মোড়ে গড়ে উঠেছে পাঁচটি অবৈধ সিএনজি স্ট্যান্ড।

এতে সড়ক সংকীর্ণ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে অন্যান্য যানবাহন চলাচল করতে পারে না। আবারও যেখানে-সেখানে যাত্রী ওঠা-নামা করায় যানজটেরও সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েছেন সাধারণ পথচারীরা।

আরও পড়ুন


ওবায়দুল কাদের কোন নেতা নয়, সে তার স্ত্রীর কথায় চলে: কাদের মির্জা

লক্ষ্মীপুরে খোঁজ মিলছে না দুই কিশোরীর

আশুগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় দুই চালকল শ্রমিক নিহত

তিস্তার সব গেট খুলে দেওয়ায় বড় বন্যার আশঙ্কা


পৌর মেয়র জানান, সিএনজি স্ট্যান্ডগুলো শহর থেকে সরিয়ে নিতে সিএনজি মালিক, চালক ও শ্রমিকদের সাথে কথা হয়েছে, তারা কিছুদিন সময় চেয়েছে।

নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে না নিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

 জনদুর্ভোগ কমাতে সিএনজি স্ট্যান্ড অন্যত্র সরিয়ে নিতে সব ধরণের পদক্ষেপ নেবে প্রশাসন এমন দাবি এলাকাবাসীর।

news24bd.tv/ কামরুল