পড়েছেন দ্বিতীয় শ্রেণি পর্যন্ত, কুষ্টিয়ায় গড়ে তুলেছেন কমিউনিটি লাইব্রেরি

Other

নিজে পড়েছেন দ্বিতীয় শ্রেণি পর্যন্ত। পেশায় কাঠমিস্ত্রি। কিন্তু গড়ে তুলেছেন কমিউনিটি লাইব্রেরি। বলছি কুষ্টিয়ার খোকসার জসিম উদ্দীনের কথা।

নিজ বাড়িতে গড়া লাইব্রেরিতে বসান পাঠচক্র, কবিতা আবৃতি ও গানের আসর। প্রচার করেন ভার্চুয়াল দুনিয়াতেও। জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্নও দেখেন। কাঠমিস্ত্রি জসিমের দু-হাতে জ্ঞানের আলো ছড়ানোর গল্প।

খোকসার পাইকপাড়ায় আঞ্চলিক মহাসড়কের পাশেই গড়ে তুলেছেন এই কমিউনিটি লাইব্রেরি। টিনের ঘরের এই লাইব্রেরির আকার ছোট, কিন্তু ফল অনেক। কাঠমিস্ত্রি জসিম নিজেই তৈরি করেছেন বইয়ের র‌্যাক।  

আর এর সবগুলোই বইয়ে ঠাসা। দিন দিন এলাকার মানুষের বইয়ের প্রতি আগ্রহ বাড়ছে। কেউ লাইব্রেরিতে বসেই পড়েন, কেউ নিয়ে যান বাসায়। বিনামূল্যে।

আরও পড়ুন


ওবায়দুল কাদের কোন নেতা নয়, সে তার স্ত্রীর কথায় চলে: কাদের মির্জা

লক্ষ্মীপুরে খোঁজ মিলছে না দুই কিশোরীর

আশুগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় দুই চালকল শ্রমিক নিহত

তিস্তার সব গেট খুলে দেওয়ায় বড় বন্যার আশঙ্কা


কাঠমিস্ত্রি হিসেবে যা উপার্জন হয়, তা বাঁচিয়ে ব্যয় করেন লাইব্রেরিতে। জসিমের এই লাইব্রেরি বড় করার স্বপ্ন পূরণে সামর্থবানদের এগিয়ে আসার আহবান জানান এই শিক্ষাবিদ।

শুধু বইয়ে সীমাবদ্ধ থাকছে না এ লাইব্রেরি; সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে নিয়মিত আয়োজন হচ্ছে গান, কবিতা ও পাঠচক্রের।

news24bd.tv/ কামরুল