অনশন করতে গিয়ে ভর্তি হতে হল সিসিইউতে

অনশন করতে গিয়ে ভর্তি হতে হল সিসিইউতে

অনলাইন ডেস্ক

১৫ দিনের অনির্দিষ্টকালীন অনশনের পরে আমরণ অনশনের ডাক দেয় আরজি করের শিক্ষার্থীরা।   দুই দিনের মাথায় গুরুতর অসুস্থ হয়ে পড়লেন শেখ রাজকুমার নামের এক ছাত্র। সে আন্দোলনের প্রথম দিন থেকেই অনশনরত। ডেইলি হান্ট জ্ন্য়, তাকে প্রথমে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়।

পরে শারীরিক অবস্থার বেশ অবনতি হতে থাকলে সিসিইউ-তে সরানো হয়।


আরও পড়ুন

ফেসবুক লাইভে স্ত্রীকে কুপিয়ে হত্যা : রায় আগামীকাল

স্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য, নেটিজেনদের আচরণে লজ্জিত সিয়াম

অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

মারাত্মক ঝুঁকিতে আফ্রিকার ১০ কোটিরও বেশি দরিদ্র মানুষ


অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিত্‍সকরা। এদিন আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছে গিয়ে আন্দোলন প্রত্যাহারের অনুরোধ করেন। কিন্তু তারা শোনেনি।

প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনরত মেডিকেল  শিক্ষার্থীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বারবার তাঁদের কাজে ফিরে আসার অনুরোধ জানায়। এমনকী জানিয়ে দেওয়া হয় তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে না। কিন্তু অনশন-অবস্থানরতদের থেকে কোনও সদর্থক সাড়া মেলেনি।

তাদের বক্তব্য, আগে অনেক বার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করা হয়নি। তারা প্রতারিত হয়েছে। তাদের দাবি মেনে নেওয়া হলে আন্দোলন তুলে নেওয়া হবে।

news24bd.tv/এমি-জান্নাত